ঢাকা থেকে সিলেট ট্রেনের সময়সূচী। আপনি কি ট্রেন দিয়ে ঢাকা থেকে সিলেট যেতে চান আর ভাড়ার তালিকা সম্পর্কে জানতে চান? তাহলে আপনি সঠিক জায়গাতে আসছেন। আজকের আর্টিকেলটির মাধ্যমে ঢাকা থেকে সিলেট রুটের ট্রেন গুলোর সময়সূচী ও ভাড়ার তালিকা সম্পর্কে আলোচনা করা হবে। যদি জানতে চান তাহলে ব্লগটি পড়ুন।

ঢাকা টু সিলেটের দূরত্ব প্রায় ২৩৫ কিলোমিটার।  বর্তমান সময়ে অধিকাংশ যাত্রীরা দূরের ভ্রমণ গুলো ট্রেনের যাতায়াত পছন্দ করে থাকে। তার কারণ হল: ট্রেন যাতায়াত করা অনেক নিরাপদ আর আরামদায়ক আর কোন প্রকার ঝুকি নেই। তাই এখন ট্রেনে যাত্রী বেশি দেখা যায়।

বাংলা এক্সপ্রেস ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে বিস্তারিত জেনে নিন

ঢাকা থেকে সিলেট ট্রেনের সময়সূচী ও ভাড়া

ঢাকা থেকে সিলেট রুটে ৪ টি আন্তঃনগর ট্রেন আর একটি মেইল এক্সপ্রেস ট্রেন যাতায়াত করে থাকে। আন্তঃনগর ট্রেন আর মেইল এক্সপ্রেস ট্রেন গুলো নাম, ছাড়ার সময়, ছুটির দিন, ছাড়ার সময়, পৌঁছানোর সময় সহ ভাড়ার তালিকা নিয়ে আলোচনা করা হবে। যদি এই সম্পর্কে পুরো তথ্য জানতে চান তাহলে নিচ পড়ুন। সিলেট থেকে চট্টগ্রাম ট্রেনের সময়সূচী দেখুন

ঢাকা থেকে সিলেট ট্রেনের সময়সূচী ( আন্তঃনগর)

ঢাকা থেকে সিলেট রোডে আন্ত:নগর ট্রেন গুলোর সময়সূচী, ছুটির দিন, ছাড়ার সময় ও পৌঁছানোর সময় নিচে উল্লেখ করে দেওয়া হলো:

ট্রেনের নামছুটির দিনছাড়ার সময়পৌঁছানোর সময়
জয়ন্তিকা এক্সপ্রেস (৭১৭)নেইসকাল ১১:১৫ মিনিটসন্ধ্যা ০৭:০০ টা
উপবন এক্সপ্রেস (৭৩৯)বুধবার রাত ০৮:৩০ মিনিটভোর ০৫:০০ টা
পার্বত এক্সপ্রেস (৭০৯)মঙ্গলবারভোর ০৬:২০ মিনিটদুপুর ০১:০০ টা
কালানী এক্সপ্রেস (৭৭৩)শুক্রবারবিকেল ০৩:০০ টা রাত ০৯:৩০ মিনিট

ঢাকা থেকে সিলেট ট্রেনের সময়সূচী ( মেইল এক্সপ্রেস)

প্রতিদিন ঢাকা থেকে সিলেট রোডে একটি মেইল এক্সপ্রেস ট্রেন যাতায়াত করে থাকে। সেই ট্রেনের সময়সূচী সহ নিচে দেওয়া হল:

ট্রেনের নামছুটির দিনছাড়ার সময়পৌঁছানোর সময়
সুরমা মেইল (০৯)নেইরাত ১০:৫০ মিনিটদুপুর ১২:১০ মিনিট

ঢাকা থেকে সিলেট ট্রেনের ভাড়ার তালিকা ২০২৩

আপনি যদি ঢাকা থেকে সিলেট ট্রেনে যাতায়াত করতে চান তাহলে অবশ্যই ট্রেনের সময়সূচী জানতে হবে তার সাথে ভাড়ার তালিকা টা জানা প্রয়োজন হবে। তার কারণ হল: ভাড়ার তালিকা জানা থাকলে যে কোন ট্রেন দিয়ে যে কোন সময় যাতায়াত করা যাবে। নিচে ভাড়ার তালিকা দেওয়া হল:

আসন বিভাগ টিকিটের মূল্য
শোভন২৬৫ টাকা।
শোভন চেয়ার৩২০ টাকা।
প্রথম সিট৪২৫ টাকা।
প্রথম বার্থ৬৪০ টাকা।
স্নিগ্ধা৬১০ টাকা।
এসি সিট ৫৫৮ টাকা।
এসি বার্থ১০৯৯ টাকা।

ঢাকা থেকে সিলেট ট্রেনের সময়সূচী ও ভাড়া তালিকা সহ এই আর্টিকেল টি তে আলোচনা করা হয়েছে। যদি অন্য কোন ট্রেন সম্পর্কে জানতে চান তাহলে কমেন্ট করুন। ধন্যবাদ সবাই কে।