নতুন ভোটার আইডি কার্ড চেক করার নিয়ম। আপনি কি নতুন ভোটার হয়েছেন বা ভোটার আইডি কার্ড চেক করতে চাচ্ছেন তাহলে আপনি সঠিক জায়গাতে আসছেন। আজকের এই আর্টিকেলটির মাধ্যমে নতুন ভোটার আইডি কার্ড চেক করার সকল নিয়ম গুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। যদি এই বিষয়ে জানতে চান তাহলে ব্লগটি মনোযোগ দিয়ে পড়ুন। 

দৈনন্দিন জীবন চলার পথে বিভিন্ন জায়গায় অথবা বিভিন্ন প্রয়োজনে ভোটার আইডি কার্ড বা এন আইডি কার্ডের প্রয়োজন পড়ে। যারা নতুন ভোটার হয়েছেন বা পুরাতন ভোটারা রয়েছেন তাদের প্রত্যেকেরই এনআইডি কার্ডটি যাচাই করা উচিত। তার কারণ হল: আপনার ভোটার আইর্ডি কার্ড টি আসল কিনা নকল তা যাচাই করা দরকা। আপনি চাইলে এখন ঘরে বসে চেক করতে পারবেন।। NID যাচাই করা পুরো প্রক্রিয়া গুলো নিচে উল্লেখ করে দেওয়া হলো।

নতুন ভোটার আইডি কার্ড চেক করার নিয়ম

বর্তমান সময়ে ভোটার আইডি কার্ড চেক করা অনেক সহজ। এখন ভোটার আইডি চেক করার জন্য এখন আর কোন ঝামেলা পুহাতে হয় না। এখন হাতে থাকা স্মার্ট ফোন বা কম্পিউটারের মাধ্যমে খুব অল্প সময়ের ভিতরে যাচাই করা যায়। এনআইডি কার্ড যাচাই করার নিয়ম যদি না জেনে থাকেন। সঠিক নিয়মে ভোটার আইডি চেক করার নিয়ম গুলো নিচে উল্লেখ করে দেয়া হলোঃ

  • ম্যাসেজ বা এসএমএসের মাধ্যমে।
  • services.nidw.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে।
  • অ্যাপসের মাধ্যমে।

এসএমএসের মাধ্যমে ভোটার আইডি কার্ড চেক

আপনি চাইলে এখন হাতে থাকা বাটন ফোন বা স্মার্টফোনের  এসএমএসের মাধ্যমে নতুন ভোটার আইডি কার্ড চেক করতে পারবেন।  তার জন্য আপনাকে যে যে কাজগুলো করতে হবে তা নিচে উল্লেখ করে দেওয়া হলোঃ

  • সর্বপ্রথম আপনার ফোনের ম্যাসেজ অপশনে যেতে হবে।
  • তার পর সেখানে গিয়ে টাইপ করুন: nid স্পেস Form নাম্বার স্পেস dd-mm-yyyy তার পর 105 নাম্বারে ম্যাসেজ টি সেন্ড করুন।
  • ফরমেট টি হল: NIDFORM NODD-MM-YYYY এবং 105 নম্বরে পাঠিয়ে দিন।
  • কয়েক মিনিট পর আপনার ফোনে একটি ফিরতি ম্যাসেজের নতুন ভোটার হলে NID কার্ড টি প্রস্তুত হয়েছে কি না তা জানিয়ে দেওয়া হবে আর NID নাম্বার টিও পাঠানো হবে।
  • এই ভাবে মূলত ম্যাসেজের মাধ্যমে ভোটার আইডি কার্ড যাচাই করতে হয়।

অনলাইনে নতুন বা পুরাতন ভোটার আইটি চেক করার নিয়ম

আপনি চাইলে অনলাইনের মাধ্যমে নতুন বা পুরাতন ভোটার আইডি চেক করতে পারবেন। তার জন্য আপনার কম্পিউটার বা স্মার্ট ফোনের প্রয়োজেন হবে এবং এই ডিভাইস গুলো সাথে ইন্টারনেট যুক্ত থাকতে হবে। কিভাবে নতুন বা পুরাতন আইডি যাচাই করতে হয় তা নিচে দেওয়া হল:

  • সর্বপ্রথম কম্পিউটার বা স্মার্ট ফোনের যে কোন একটি ব্রাউজার ওপেন করুন। 
  • সেখানে গিয়ে টাইপ করুন http://services.nidw.gov.bd/ আর এই ওয়েব সাইটে প্রবেশ করুন। 
  • তার পর একটু নিচে রেজিস্ট্রেশন নামে একটি বাটন রয়েছে সেখানে ক্লিক করুন।
  • তার পর জাতীয় পরিচয়পত্র নম্বর / ফর্ম নম্বর আর জন্ম তারিখ এবং একটি ক্যাপচার পূরণ করার পর সাবমিট বাটনে ক্লিক করুন। 
  • এর পর আপনাকে বর্তমান ঠিকানা আর স্থায়ী ঠিকানা র্নিবাচন করে দিতে হবে। 
  • এর পর মোবাইল নাম্বার দিয়ে ভেরিফিকেশন করতে হবে।
  • তার পর ভেরিফিকেশন করতে হবে।  ভেরিফিকেশন করার জন্য গুগল প্লে স্টোর থেকে এনআইডি ওয়ালেট অ্যাপসটি আগে ইন্সটল করে রাখুন।
  • সঠিকভাবে ফেস ভেরিফিকেশন করার পর আপনার এনআইডি কার্ডটি সকল তথ্যই দেখতে পারবেন।

এই ভাবে মূলত http://services.nidw.gov.bd/ এই ওয়েব সাইটের মাধ্যমে ভোটার আইডি কার্ড চেক করতে হয়। ওপরে যে নিয়ম টি দেখিয়েছি সেই নিয়ম টি ফলো করুন আর NID কার্ড টি যাচাই করুন। NId কার্ড সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

অ্যাপসের মাধ্যমে নতুন ভোটার আইডি কার্ড চেক

আপনি কি অ্যাপস দিয়ে ভোটার আইডি কার্ড চেক করতে চাচ্ছেন অথবা অ্যাপ দিয়ে কিভাবে ভোটার আইডি কার্ড চেক করতে হয় এই সম্পর্কে জানতে চাচ্ছেন। তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন। কিভাবে অ্যাপস দিয়ে নতুন এনআইডি কার্ড যাচাই বা চেক করতে হয় তা জানতে এখানে ক্লিক করুন আর বিস্তারিত জেনে নিন। 

এইভাবে মূলত নতুন অথবা পুরাতন ভোটার আইডি কার্ড চেক করতে হয়। এছাড়াও আপনারা যদি ভোটার আইডি কার্ড সম্পর্কে অন্য কোন তথ্য জানতে চান তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন অবশ্যই আমরা তথ্য জানানোর চেষ্টা করব। যদি কোথাও কোন ভুল তথ্য দিয়ে থাকি ক্ষমার দৃষ্টিতে দেখবেন ।ধন্যবাদ সবাইকে।