নতুন পাসপোর্ট করতে কি কি লাগে। এক দেশ থেকে অন্য দেশে যাতায়াত করার জন্য সব থেকে বেশি জরুরি হল: পাসপোর্ট। যদি নতুন পাসপোর্ট করতে চান অথবা পাসপোর্ট করতে কি কি লাগে এই বিষয় সম্পর্কে যদি জানতে চান তাহলে সঠিক জায়গা তে আসছেন। আজকের এই আর্টিকেলটি শুর থেকে শেষ পযর্ন্ত আলোচনা করা হবে।

পাসপোর্ট করতে কি কি লাগে

বর্তমান সময়ে পাসর্পোট করতে বেশ কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট লাগে। বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তরের সর্বশেষ নির্দেশনা অনুযায়ী ২০২৩ সালের হালনাগাদ অনুসারে ই-পাসপোর্ট করতে জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র, নাগরিক সনদপত্র ও পেশা প্রমানের কাগজ বা এই ডকুমেন্ট গুলো প্রয়োজন হয়ে থাকে। 

অন্য পোষ্টঃ ই পাসপোর্ট চেক করার নিয়ম ২০২৩

ই পাসপোর্ট করতে কি কি কাগজপত্র লাগে জানুন

বর্তমান সময়ে ই পাসপোর্ট করতে বেশ কিছু প্রয়োজনীয় কাগজপত্র বা ডকুমেন্টের প্রয়োজন পড়ে। যদি এই ডকুমন্টে বা কাগজপত্র সম্পর্কে ধারণা না থাকে তাহলে এই আর্টিকেল টি পড়ে বিস্তারিত জানতে পারবেন। নিচে ই পাসপোর্ট করতে করতে যা যা লাগ তা দেওয়া হল:

  • পাসপোর্ট আবেদনের ফরম
  • ই-পাসপোর্টের আবেদন অনলাইন কপি। (যা প্রিন্ট কপি দিতে হবে)
  • পাসপোর্ট অ্যাপ্লিকেশন সামারি কপি (প্রিন্ট কপি)
  • পাসপোর্ট ফি প্রদানের স্লিপ বা ব্যাংক ড্রাফ কপি (যা আপনাকে মূল কপি/প্রিন্ট কপি দিতে হবে।)
  • জাতীয় পরিচয়পত্র (NID CARD)
  • অনলাইন জন্মনিবন্ধন সনদ (BRC English Version) (ফটো কপি এবং মূল কপি সাথে দিতে হবে )
  • পেশা ছাত্র ছাত্রী হলে (স্টুডেন্ট আইডি/ সার্টিফিকেট)
  • পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্রের কপি (শিশুদের ক্ষেত্রে আবশ্যিক)
  • নাগরিক সনদ
  • পেশা প্রমাণের সনদ
  • পূর্বের পাসপোর্টের ফটো কপি এবং মূল কপি (যাদের আগের পাসপোর্ট আছে)

বর্তমান সময়ে পাসপোর্ট করতে কি কি লাগে ওপরের এই ডকুমন্টে গুলো প্রয়োজন হয়। যা পাসপোর্ট আবেদন করা সময় বা পাসপোর্ট করার সময় প্রয়োজন হয়। যদি কোথাও ভুল তথ্য দিয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে।